555 Timer IC: প্রোজেক্ট:: ৩ :: এলইডি বিপার

আসসালামু আলাইকুম,
নতুনদের জন্য এই পোস্টে নতুনদের স্বাগতম ও সালাম,
পুরাতনদের তো অবশ্যই।

এখন আমার মজার সার্কিটটি তোমাদের দেবো।
এটা যেকোনো এলইডি বাতিকে ব্লিপ করাতে পারে, যেটাকে আমরা ব্লিঙ্ক বলি (Blink)

১ কিলো ওহমের রিসিস্টর এবং 1uF ক্যাপাসিটর বলদে আরও বেশি মানের দিলে বা কম দিলে ব্লিঙ্কের স্পীড কমবে বা বাড়বে।
আমরা জানি, ইলেকট্রনিকস সেখা শুরু করতে ৫৫৫ টাইমার আইসি এর বিকল্প নেই। এর ব্যবহার সোজা। সহজ স্কিম্যাটিকে মজার মজার সার্কিট বানানো যায় এটি দিয়ে।
৫৫৫ হল মূলত একটা বাই পোলার অস্কিলেটর। যেটাকে আমরা নানা রকম টাইমারে বসাতে পারি। যেমন ১ সেকেন্ড টাইমার।
মানে এটা এক সেকেন্ডে একবার আউট পুট দেবে।
নিচে এরকমই একটা টাইমার বানানো হয়েছে।
এখানে টাইমার টি একটি এলইডি কে নির্দিষ্ট সময় পরপর নেভাবে ও জ্বালাবে।

এখন আমার মজার সার্কিটটি তোমাদের দেবো।
এটা যেকোনো এলইডি বাতিকে ব্লিপ করাতে পারে, যেটাকে আমরা ব্লিঙ্ক বলি (Blink)
 
১ কিলো ওহমের রিসিস্টর এবং 1uF ক্যাপাসিটর বদলে আরও বেশি মানের দিলে বা কম দিলে ব্লিঙ্কের স্পীড কমবে বা বাড়বে।
 
 
এটা বানানোর জন্য তোমাদের লাগবে,
  • ৫৫৫ টাইমার আইসি
  • ৫ ভোল্ট সাপ্লাই
  • ১ কিলো ওহম রিসিস্টর
  • ক্যাপাসিটর 1uF
  • ৪৭০ কিলো ওহম রিসিস্টর
  • এলইডি
এখানে ভোল্টেজ সাপ্লাই আছে ৫ ভোল্ট। তবে ৩ থেকে ৯ ভোল্টের হলে ভালো হয়।
৯ ভোল্টের হলে লাইট কেটে যেতে পারে, তাই রিসিস্টর ব্যবহার করা যেতে পারে ১ কিলো ওহমের।
এই সার্কিটটি শেয়ার করতে ভুলবেন না।

এখন ডায়াগ্রাম দেখো,শেয়ার করুন

লেখকঃ

আমি তাওসিফ তুরাবি, অনলাইনাম (অনলাইন + নাম) ব্লগার তাওসিফ। এখন, ২০১৬ পর্যন্ত আমি ১৬ বছরের এক কিশোর। পড়াশোনা করি শহীদ পুলিশ স্মৃতি কলেজে। টেক ব্লগ লিখতে ভালবাসি। সাইন্স ফিকশন আর গল্প লিখতে পছন্দ করি।  জিআর+ ব্লগের এর একজন প্রতিষ্ঠাতা অ্যাডমিন।
আমাদের একটা ওয়েব ডেভেলপার ফার্ম আছে যার নাম জিআর+ আইটি বাংলাদেশ
এছাড়া আমার ব্যাক্তিগত ব্লগ রয়েছে। আমার ফেসবুক আইডিতে আমার সাথে সর্বক্ষণ যোগাযোগ করতে পারবেন। 


পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট