555 Timer IC: প্রোজেক্ট:: ৬ :: টিকিং বম্ব সাউন্ড ইফেক্ট

আসসালামু আলাইকুম,
নতুনদের জন্য এই পোস্টে নতুনদের স্বাগতম ও সালাম,
পুরাতনদের তো অবশ্যই।

এখন আমার মজার সার্কিটটি তোমাদের দেবো।এটা বানানোর জন্য তোমাদের লাগবে,


  • ৫৫৫ টাইমার আইসি
  • ৫ ভোল্ট সাপ্লাই
  • ক্যাপাসিটর 4uF
  • 68k Resistor
  • সুইচ
  • স্পিকার বা বাযার
  • ক্যাপাসিটর 10uF

ডায়াগ্রাম
শেয়ার করুন

লেখকঃ

আমি তাওসিফ তুরাবি, অনলাইনাম (অনলাইন + নাম) ব্লগার তাওসিফ। এখন, ২০১৬ পর্যন্ত আমি ১৬ বছরের এক কিশোর। পড়াশোনা করি শহীদ পুলিশ স্মৃতি কলেজে। টেক ব্লগ লিখতে ভালবাসি। সাইন্স ফিকশন আর গল্প লিখতে পছন্দ করি।  জিআর+ ব্লগের এর একজন প্রতিষ্ঠাতা অ্যাডমিন।
আমাদের একটা ওয়েব ডেভেলপার ফার্ম আছে যার নাম জিআর+ আইটি বাংলাদেশ
এছাড়া আমার ব্যাক্তিগত ব্লগ রয়েছে। আমার ফেসবুক আইডিতে আমার সাথে সর্বক্ষণ যোগাযোগ করতে পারবেন। 


পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট
12:26 PM

চ্যার আমার একটা এফএম ট্টানাসমিটারের ডায়াগ্রাম
দিবেন সাথে কম্পট গুলির না মান

Reply
avatar
12:26 PM

চ্যার আমার একটা এফএম ট্টানাসমিটারের ডায়াগ্রাম
দিবেন সাথে কম্পট গুলির না মান

Reply
avatar