Auto-silent . নামাজ, মিটিং বা ক্লসের সময় মোবাইল অটো সাইলেন্ট করার একটি অ্যাপ।

আসসালামু আলাইকুম। অনেক দিন পর পোষ্ট করছি। কি করবো... ক্লাস টেনে উঠে গেছি যে, স্কুলের চাপে নাওয়া-খাওয়াও দূর্বিসহ মনে হচ্ছে। যাই হোক, কাজের কথায় আসি। আজকে আপনাদেরকে বাংলাদেশের প্রথম অ্যাপস্টোর অ্যাপবাজারের (https://appbajar.com/en)একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব। নামঃ auto silent


auto silent : ধরুন, আপনি মসজিদে নামাজের জন্য গিয়েছেন। হঠাৎই আপনার ফোন বেজে উঠল। আশেপাশের লোকগুলি আপনার দিকে ড্যাবড্যাব দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ হয়তবা আপনাকে শুনিয়ে বলে বসবে "নামাজের সময় ফোন বন্ধ রাখতে পারে না !!" আপনি পড়ে গেলেন অসস্থিতে। খুব স্বাভাবিক । গুরুত্বপূর্ণ কাজের সময় বিরক্ত করলে কয়জনই বা নিজেকে সামলে নিতে পারে... মিটিং বা ক্লাসের ক্ষেত্রেও একই বিড়ম্বনা পোহাতে হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন একটি মোবাইল আপ্পের মাধ্যমে। নামঃ অউটো সাইলেন্ট। এই আপ্পে আপনি আগে থেকেই নামাজের , মিটিঙ্গের এবং ক্লাসের সময় সিলেক্ট করে দিতে পারবেন । নিদৃষ্ট সময়ে আপনার মোবাইলটি আউটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে এবং আপনার সিলেক্ট করা সময় পার হওয়ার পর মোবাইল আবার অউটোমাটিক আগের মোডে চলে যাবে।
আপ্পটির ডাউনলোড ঠিকানা ঃ https://www.appbajar.com/bn/app/com.educontestbd.autosilent 
শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট